খবরের কাগজে ছাপা তো হবে না
তবুও কোনদিন হারিয়ে যাবে না ।
আমার প্রেমের এই কাহিনী হৃদয়ে আঁকা রবে জানি ।।
বকুল যদি জানে বাতাস তারই গানে
পাগল হতে চায়,
তবে কি তুমি এসে থাকতে অবেলায়?
ডাগর আঁখি যদি হয়ে প্রেমের নদী
ভাসিয়ে নিতে চায়,
তবে সে নীরব ছিল কিসেরই লজ্জায় ।
আমায় নিয়ে চাই না তো কেউ করুক কানাকানি ।।
দুয়ারটাকে খুলে রাখবো না কো ভুলে
পালিয়ে যদি যায়,
এ জীবন প্রেমের ফাগুন একটি বারই পায় ।
মনের ছোট্ট ঘরে অবাক মিষ্টি সুরে
অচিন পাখি গায়,
ও নয়ন পড়ে থাকি খোলা জানালায় ।
প্রেম যে আমার হৃদয়টারে করলো অভিমানী ।।