কেউ তো জানেনা কখন যে কার কি হয়
জীবন তো বদলায় না শুধু বদলে যায় সময় ।।
না ফুটিতেই ফুল কলি মালী হলো পর
তবুও তো ফুল ফোটে প্রতিটি বছর
সমুখে দাঁড়ালে মনেরই আড়ালে
বিনা মেঘে সহসা ঝড় যেন বয় ।।
অঝোরে ঝরে যাক নয়নের জল
তবুও তো ভেজে না মায়েরই আঁচল
মমতার ছোঁয়াতে সোহাগেরও ছায়াতে
প্রতিদিন সীমাহীন সুখে যেন রয় ।।