কারো আপন হইতে পারলি না অন্তর
আমার ভালোবাসার শূণ্য ভিটায়
কেউ বাঁধলো না ঘর ।।


ব্যথা দেয়ার মানুষ আছে
কথা দেয়ার নাই
আশার পাখি খাঁচায় বাইন্ধা
আশায় দিন কাটাই
আমি কাঁদিতেও পারতাম যদি
চোখের জলে পাইতাম নদী
পাইলাম বালুচর ।।


জ্বালা হইলো গলার মালা
অঙ্গার হইলো মন
বাহিরে বসন্ত আসে
ভিতরে শ্রাবণ
কেউ সোহাগেরই চন্দন দিয়া
ভালোবাসার বন্ধন দিয়া
নিলো না খবর ।।