কাঁকন কার বাজে রুমঝুম
নয়ন কার ঘুমে ঘুমঘুম
নূপুর কার থেকে থেকে নাচে
আহারে, জানি না কে যেন আমায় ডাকে ।।
মনে হয় ডেকে তারে কিছু কথা বলে যাই
চুপিসারে খেয়ালিতে মনে তার খেয়া বাই
ভাবনার তুলি দিয়ে জীবনের পথে পথে
অপরূপ অভিলাষী
আহারে, জানি না কার ছবি হৃদয় আঁকে ।।
একা একা বসে বসে তারই পানে চেয়ে রই
বাতাসেরই সুরভীতে মনে মনে কথা কই
ক্যামেলিয়া দুলে দুলে ঐ কালো কুন্তলে
মুখরিত অনুনয় কেন
আহারে, জানি না কি দোলা প্রাণে রাখে ।।