জীবনটা হয় যদি এমনি সুন্দর
অন্তবিহীন এক পথ চলা
হৃদয়টা হয় যদি আরো মনোহর
গ্রন্থীবিহীন যতো কথা বলা ।
তাহলে চলো না হারিয়ে যাই না
ঐ দূর আকাশের নীল নীলিমায় ।।


সঙ্গে রয়েছো বলে আজ তুমি
বাতাস হলো যে মৌসুমী
তাই বলি গানের কলি
নতুন হলো এ কার ছোঁয়ায়
তাহলে চলো না সেই গান গাই না
যেই সুর গুঞ্জরে আজ দখিনায় ।।


মুখর হয়েছে যতো কল্পনা
তাই প্রেমের এতো জাল বোনা
শুধু ভাবি মনের দাবি
রঙিন হলো এ কোন মায়ায়
তাহলে চলো না ওগো আজ দু'জনা
সেই রঙ মেখে আজ কৃষ্ণচূড়ায় ।।