জীবনের এই যে রঙিন দিন
রবে না হায়রে চিরদিন
মাটির এক অন্ধকার ঘরে
যেতে হয় সঙ্গী সাথী হীন ।।


লাভের বোঝা বইতে গিয়ে
ভাবলে না তো
পাপের বোঝা দিনে দিনে
বাড়লো কতো
এখনো চাও রে ক্ষমা চাও
এভাবে চলবে আর ক'দিন ।।


টাকার জোরে ভাগ্য লেখা
বদলে নিলে
মানুষ হয়ে মানুষেরে
দুঃখ দিলে
বিচারে ঠেকবে রে যেদিন
কেমনে পার হবে সেদিন ।।