যেওনা, যেওনা, যেওনা মা
আমাদের ছেড়ে চলে যেওনা
তুমি চলে গেলে তুমি সুখে রবে
একবার ভাবো আমাদের কি হবে ।।
ছোট্ট ঘরের দাওয়ায় বসে পিদিম জ্বেলে
কে শোনাবে গল্প মা গো সন্ধ্যা কালে
কপালে দিয়ে চুম কে পাড়াবে ঘুম
আদর করে কে আমাদের বুকে নেবে ।।
খিদে পেলে ছুটে যাবো কার কাছে মা
রুগ্ন হলে সেবা করার কে আছে মা
এতো ভালোবেসে কে দাঁড়াবে পাশে
দুঃখ ব্যথায় সান্ত্বনা আর কে দেবে ।।