যেজন ভালোবাসে সেতো কাছে ডাকবেই
সুখে দুখে অনুরাগে পাশে পাশে থাকবেই ।


কতটুকু পাওয়া হলো
করি না হিসাব
কি হবে হিসাব করে
হয়ে গেলে ভাব
যে মন স্বপ্ন দেখে
ভালোবাসা বুকে রাখে
সে তো ছবি আকবেই ।।


মিলন বিরহ নেই
প্রেমিক জনে
হারাবার কিছু নেই
প্রেমিক মনে
যে চোখ ছন্দ পেল
ভালোবেসে অন্ধ হলো
সে তো মনে রাখবেই ।।