যে মন ভালোবাসে সেতো কথা বলবেই
যে চোখ ছবি আঁকে সেতো পথ চলবেই ।।


তবু মুগ্ধ হোক ছোট ছোট ব্যথাগুলো বিশ্বরী
নতুন করে প্রাণের পৃথিবী গড়ি
যে আশা গীতিময় সেতো প্রাণে জ্বলবেই ।।


তবু স্বপ্ন মোর একা একা রমনীয় অন্তরে
আরো কিযে আশার পরিধি গড়ে
যে আশা অপরানে সেকি পাখা মেলবেই ।।