হায় হায় প্রেমে পড়লে
বার মাসই গান সবাই গায় ।
কোন মাসেই প্রেম হইলো না,
আমার কোন মাসেই প্রেম হইলো না
কী করি উপায় ।।


বৈশাখেতে হইলো না প্রেম জৈষ্ঠ গেল চলে
পাকনা আমের রসের মজা জুটলো না কপালে,
আষাঢ় গেল শ্রাবন গেল বৃষ্টি হইলো অতি
আইলো না কেউ আমার পাশে হইয়া মাথার ছাতি,
ভাদ্র আর আশ্বিনে মইরা গেলাম গরমে
সে গরমের শীতলপাটি কে দেবে আমায় ।।


কার্তিক অঘ্রাণে ধানের গন্ধ লাগে বড় মিঠা
খাইতে ভাল লাগে না আর নানির হাতে পিঠা,
একলা ঘরে রাইত কাটে না দারুন পৌষ মাঘে
চুলা ভর্তি আগুন আছে তবু ঠান্ডা লাগে,
ফাল্গুন আর চৈত মাসে *** যার আশে
সে শুধু কোত মারে টোপ গিলানো দায় ।।