হাত ধরে নিয়ে চলো পথ চিনি না
তুমি ছাড়া দু'নয়নে কিছু দেখি না
এইটুকু জীবনে শয়নে স্বপনে
প্রেম ছাড়া কিছু বুঝিনা ।।


তুমি চেনার মাঝে অচেনা
তুমি প্রেমিক মনের সাধনা
ও ছায়া হয়ে মায়া হয়ে
রয়েছি কাছে খুঁজে নাও না ।।


তুমি মোহন বাঁশির রাগিনী
তুমি ভালোবাসার কাহিনী
ও যুগে যুগে অনুরাগে
আমাকে নিয়ে গান গাও না ।।


তুমি হাজার নদীর মোহনা
তুমি আকুল তৃষার কামনা
ও জল হয়ে ঢল হয়ে
ভাসিয়ে নেবে কথা দাও না ।।