গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি
আবেশে সে কথা মনে হবে কি ।।


ভুল করে প্রজাপতি এসে
ফুল ভেবে যদি কাছে বসে,
মধু দিতে তারে আরো কাছে
নীরবে ডেকে রবে কি ।।


ভিজে শাড়ি তনুলতা ভিড়ে
ঢেউ দিয়ে যায় সরসীরে,
থর থর দুটি রাঙ্গা অধর
নেশাতে ভরে দেবে কি ।।