গান নয় জীবন কাহিনী
সুর নয় ব্যথার রাগিনী
কি হবে শুনে কি পাইনি ।।
আমারই আগুনে বন্ধু
আমারই পাখা পুড়েছে
আমারই কতো যে স্বপ্ন
নিয়তি শোভা ভেঙেছে
পাবো না কোন কূল
সবই যে হবে ভুল
আমি তো ভাবিনি ।।
আমি যে বিরহের অশ্রু
কেউ তাই চোখে রাখেনি
আমি যে পথ চলে ক্লান্ত
কেউ তা খুঁজে দেখেনি
আমারই এ জীবন
হবে যে প্রহসন
কখনো বুঝিনি ।।