ফুলে বসন্ত আসে রে বার বার
জীবনে প্রেম আসে শুধু যে একবার ।।
ঝিরিঝিরি এ হাওয়া
দুচোখে স্বপ্ন ছাওয়া
শুধু চেয়ে থেকো না
মুখে কিছু বলো না
নয়নে তুমি হৃদয়ে তুমি
তুমি যে স্বর্গ আমার ।।
তারা মেঘের আবেশে
লুকোচুরি আকাশে
সাথী তুমি বিজনে
বেঁধে রাখো মিলনে
তোমারই বুকে সুখের আলোকে
ভুলেছি দুঃখ আমার ।।