ফুল বিনা কোন দিন মালা হয় না
প্রেম বিনা হৃদয়ের জ্বালা যায় না ।
তুমি বিনা আমি একা
সে কি তুমি বোঝ না ।।


কোকিল না ডাকে যদি আসে না ফাগুন
নেভে না তোমায় বিনা মনের আগুন,
আকাশ না ডাকলে পাখি ওড়ে না
বাতাস না থাকলে ঝড় উঠে না ।
তুমি বিনা আমি যেন চাঁদ বিনা জোছন ।।


বধূ না থাকি যদি মধু দিবো কারে
না বাজালে সুর কি গো উঠে বিনা তারে,
সাগর না ডাকলে নদী ছোটে না
ভ্রমর না থাকলে কলি ফোঁটে না ।
তুমি বিনা নেই মোর আর কোন সাধনা ।।