একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা
বাধবো দোহে স্বপ্ন মোহে ধুলারও ধরণীতে ।
স্বপ্নে এ ঘর ভরবে জোছনা ঝরবে, আহা!
কল্পলোকে ভাসবো সুখে মধুর কাকলিতে ।।


তোমার চোখে দেখবো আমি আমার চোখে তুমি
এমনি করেই ছুঁয়ে যাবো দু'টি মনের ভূমি ।
হাতে এ হাত রেখে বেদনা ঢেকে
মুক্ত-ঝরা স্নিগ্ধ হাসি ঝরাবো আঙ্গিনাতে ।।


তোমার চোখে তন্দ্রা দেখে আমার হবে রাতি
তোমার মুখে হাসি দেখে মুখর হবো সাথী ।
জীবন হবে যে ঝর্ণা আলো বর্ণা
চঞ্চলতা রইবে জেগে প্রাণের পৃথিবীতে ।।