এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস
সেই ঘরে অভাব যে ছিল বারো মাস
একদিন সে হাঁসিটা পারলো যে ডিম একটা
তাই নিয়ে গেরস্তের মহা উল্লাস ।।
এক এক করে ডিম অনেক হবে
তারপর একদিন হাটে যাবে
বিক্রি করে অনেক টাকা পাবে
সেই টাকায় আরো সে হাঁস কিনিবে
জমলে অনেক টাকা কিনবে গরু দুটা
তাই দিয়ে জমি সে করবে চাষ ।।
জমি থেকে অনেক ফসল হবে
দিনে দিনে গোলা ভরে যাবে
চড়া দামে ধান বেচে দেবে
ব্যবসা করতে সে শহরে যাবে
ঘুরবে ভাগ্যের গতি হবে কোটিপতি
এবার মেটাবে সে বহুদিনের আশ ।।
মনে মনে সে আরো ভাবে
গুলশানে একটা বাড়ি হবে
সেই বাড়িতে অনেক চাকর রবে
আমার কথা মেনে চলতে হবে
না মানলে হুকুমটা মারবো যে লাথিটা
লাথিতে ডিম ভেঙে হলো সর্বনাশ ।।