এই শহরে আমি যে এক
নতুন ফেরিওয়ালা
হরেক রকম সওদা নিয়ে
ঘুরি সারাবেলা ।।


আয়না আছে চিরুনি আছে
নেবে যদি এসো কাছে
আয়না আছে চিরুনি আছে
আছে কাঁচের চুড়ি
স্নো, পাউডার, আলতা, সাবান
মিলবে না তার জুড়ি
আরো আছে চুলের ফিতা
রঙিন মতির মালা ।।


চার চাকাতে ভাগ্য বেঁধে
বুঝে নিলাম ভাই
সব জিনিসের মূল্য আছে
মানুষের দাম নাই ।


ভাই, বন্ধু সবাই শোনো
মিছে এতো ভাবছো কেন
ভাই, বন্ধু সবাই শোনো
শোনো খোকা খুকি
সস্তা দামে কিনবে যদি
এসো গরীব দুখী
সবার মুখের হাসি দেখে
ভুলবো মনের জ্বালা ।।