এই চোখ বলেছে, তুমি মোর সেই ছবি
এই মন বলেছে, তুমি মোর সেই ছবি
সাত রঙে সাজিয়ে তোমাকেই তাই ভাবি ।।
তোমাকে দেখার পর পোড়া এই বুকে
সহসা এলো যেন ফাগুন
আষাঢ় শ্রাবণ কত ঝর ঝর ঝরেছে
নেভে না প্রেমের এই আগুন
এতো রূপ আগে তো দেখি নাই
তোমাকেই চাই শুধু তোমাকেই চাই
আমি আজ প্রেমের কবি ।।
মনের দুয়ারে তুমি দাঁড়িয়ে থেকো না
ঘরের দুয়ারে এসে দাঁড়াও
আমার স্বপনটুকু সত্যি হয়ে যাক
তোমার দুটি হাত বাড়াও
ছবি হয়ে থেকো না কথা কও
আমারই হও শুধু আমারই হও
তুমি মোর প্রেমও সুরভী ।।