ধীরে ধীরে চল ঘোড়া
সাথী মোদের আনকোরা
রূপনগরের পরী
হয়েছে আজ শোয়ারি ।।


হেলিয়া দুলিয়া চলে
নিয়ে যা যেথা সে যায়
কোমল অঙ্গে যেন
কোনো ব্যথা সে না পায়
তারে যতোই দেখি ফেরে না যে আঁখি
বুঝিনা কি যে করি ।
ধীরে ধীরে চল ঘোড়া
সাথী বড় মুখ চোরা
সে যে বোবা নারী
হয়েছে আজ শোয়ারি ।।


রঙ্গিলা মৌসুম এলো
হলো যে রঙিন সফর
সুন্দরী সঙ্গিনী পেলাম
পেলাম না মনের খবর
কবে লাজুক লতা বলবে যে মনের কথা
আমি তো ভেবে মরি ।
তারে ডেকে বল ঘোড়া
ভালো নয় রাগ করা
জীবনে প্রথম নারী
পেয়েছি আজ শোয়ারি ।।