ছুঁইয়ো না ছুঁইয়ো না মনে লাগে ভয়
ও কাঁটা তোলার ছলে যদি কিছু হয়
প্রথমে দেখা হয় তারপর পরিচয়
প্রেম যদি হয়েই গেল তবে কিসের ভয় ।।


পাড়া পড়শী দেখে যদি
তারা বলবে কলঙ্কি আমায়
নদীর যখন জোয়ার আসে
ওরা কি করে তারে থামায়
বয়সের এই তো দোষ থাকে না কোনো হুঁশ,
হুঁশ না হারালে কি খাঁটি প্রেমিক হয়
এতটা কাছে থাকা মোটেই ভালো নয় ।।


হাতের চুড়ি ভাঙবে যদি
তবে পরবে দু'পায়ে বেড়ি
পুরুষ যদি রূপ না দেখে
তবে রূপসী হয় কি নারী
একে তো ফাগুন মাস দিও না গলায় ফাঁস,
ফাঁস না পরিলে কি প্রেম বেঁচে রয়
কিছুদিন সবুর করো এখন দুঃসময় ।।