চলে আমার সাইকেল
হাওয়ার বেগে উইড়া উইড়া
ঢাকা শহর দেখমু আজ
দুই জনে ঘুইরা ঘুইরা ।
ও পাবলিক ভাই সাইকেলের ব্রেক নাই
মইরো না নীচে পইড়া ।।
আমি যদি ছবির হিরো হইতাম
কোমর দোলাইয়া তোমায় নাচ দেখাইতাম
ইয়া হো, ইয়া হো, ইয়া ইয়া হো
আমি যদি রূপের কন্যা হইতাম
কাইন্দা কাইন্দা গান শুনাইতাম
রাইমা, রাইমা, ও দাইমা গো,
আমার কি হইছে বড় ফুর্তি লাগতাছে
রঙ্গিলা সাইকেলে চইড়া ।।
আমি যদি তোমায় আগে পাইতাম
কাজী বাড়ি সোজা নিয়া যাইতাম
হায়রে, হায়রে, হায় হায় হায়রে,
ঢাকা শহরে যদি আগে আইতাম
না জানি কতো আরো মজা পাইতাম
হায়রে, হায়রে, হায় হায় হায়রে,
ভাগ্যে কি আছে ভাইবা মাথা ঘুরতাছে
যাইয়েন না আমায় ছাইড়া ।।