চোখে যদি চোখ পড়ে যায়
লজ্জা কেন পাই বল, বাবু
তোমাকে আমি কিছু বলতে চাই
বলবো কেমন করে ভাবছি তাই ।।


কেউ মোর স্বপনে যে এলো
চুরি করে মন কেড়ে নিলো
সেই থেকে কী যেন কী হলো
সব যেন লাগে এলোমেলো
একি প্রেম, বলো না, লা লা..উম উ…..
আমি তো বুঝি না রে ।।


মন চায় তারে ধরে রাখি
সারাক্ষণ চেয়ে চেয়ে থাকি
যত বার ইশারায় ডাকি
মরিচিকা হয়ে দেয় ফাকি
ও বাবু, বলো না তুরু তুরু লা লা
কী করে পাবো তারে ।।