চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে
পড়ে জবাব দিও গো আমাকে
আমি ভালো মানুষ আমার নাই কোনো দোষ
বলে দিও তোমার বাবা মাকে ।।


আমার সময় যে কাটে না একা
তুমি কখন এস দেবে দেখা
আমার মনের ভেতর একি ওঠালে ঝড়
আমি কি দিয়ে থামাবো তাকে ।।


যারা প্রেমে পড়ে তারা জানে
দূরে দূরে থাকা সয়না প্রাণে
তুমি নীরব হলে বুকে আগুন জ্বলে
সারা দাও না গো আমারই ডাকে ।।