সুমন, রাজন, মোহন বন্ধু আমরা তিনজন
ভালোবাসার জিঞ্জিরে বাঁধা আমাদের জীবন ।।
বিয়ে সাদী হয়নি কারো
সংসার তবু করি
একই ঘরে এক ভাবনায়
একই স্বপন গড়ি,
ঝগড়া করি বিবাদ করি
কাছাকাছি থাকি
আমরা যেন একটি ডালের
তিনটি সবুজ পাখি
কারো কথা কারো কাছে
রাখি না গোপন ।।
দিনের সুরুজ রাতের তারা
হারাতে সে পারে
আমাদের এই মিলন মালা
যাবে না তো ছিঁড়ে
জীবন থেকে মরণ কালে
পাশাপাশি রবো
সুখে দুখে চিরদিনই
সঙ্গের সাথী হবো
এই দুনিয়ায় বন্ধু ছাড়া
কে আছে আপন ।।