বিক্রমপুরে বাপের বাড়ি
ছিল একদিন পদ্মার পাড়
মামার বাড়ি মধুপুরে
নিজের বাড়ি নাই আমার ।।
আরে ও, বেলা যায় বয়ে যায় রে যায়
ক্ষেতে আর খামারে কে চেনে আমারে
একা একা রবো কোন ভরসায়
কোথায় আছি কেমন আছি
খবর নিলো না
চিঠি দিলাম পত্র দিলাম
মামা এলো না
অভাগিনীর ভাগ্য আহা কত চমৎকার ।।
আরে ও, আমার নাই কেহ নাই রে নাই
এখানে সেখানে কে জানে কোনখানে
ঢেউয়ের মতো আমি ভেসে বেড়াই
কপাল দোষে ছোট কালে
মরে গেল মা
গর্ভে থাকতে মরলো পিতা
চোখে দেখলাম না
এই দুঃখের কথা আমি
বলবো কত আর ।।