বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না
চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে ।।
পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে
মনের কথা কইতাম রে হায় নদীরও তরঙ্গে
অবলারও সরল প্রাণে দাগা দিও না ।।
তোমার আশায় বন্ধু আমি রইবো পন্থ চাইয়া
অদিন সুদিন বারো মাসই দুই নয়ন ভিজাইয়া
বিরহেরই প্রেম অনলে আমায় পুইড়ো না ।।
দোয়া করি বন্ধু তুমি সদাই ভালো থাইকো
সুখে দুখে আমার কথা শুধু মনে রাইখো
সময় হইলে চইলা আইয়ো দেরি কইরো না ।।