ব্যথা বড় ভালো লাগে
যদি তুমি দাও
পৃথিবীর সব সুখ যেন পেয়ে যাই
যদি একবার ফিরে চাও
শুধু একবার যদি ফিরে চাও ।।


কেন দূরে থাকো চোখ ফিরিয়ে রাখো
একবার বধূ বলে আমাকে ডাকো
আমি চিরদিনই রবো যে তোমারই
যদি একবার বুকে টেনে নাও ।।


জানো নাই বা জানো ওগো প্রিয়তম
এ জীবন দিতে পারি তোমারই জন্য
জানি না কি পাবো ভালোবেসে যাবো
যতোই অবহেলা দাও ।।