আমার বাবার কথা বড়ই মনে পড়ে
ছবির দিকে তাকিয়ে এখন দুচোখ জলে ভরে ।।


আদর করে দু'হাত ধরে মেলায় আমায় নিতো
এক পয়সার পাতার বাঁশি বাবা কিনে দিতো
কিনতো নাটাই কিনতো ঘুড়ি
বোনের জন্য আলতা চুড়ি
মায়ের জন্য ডুরে শাড়ি-কিনে ফিরতো ঘরে ।।


মাঝে মাঝে বকতো বাবা পড়া ফাঁকি দিলে
ধারাপাতের নামতাগুলো খেতে হতো গিলে
সাঙ্গো হতো দিনের খেলা, উঠতো তারা সন্ধা বেলা
বাবা এদের নাম শেখাতো-কতোই যতন করে ।।


এখন আমি নিজেই বাবা পাক ধরেছে চুলে
পেছন দিকে তাকিয়ে ভাবি স্মৃতির দুয়ার খুলে
আজও আমায় বাবাই ডাকে প্রতি কাজে জড়িয়ে থাকে
ওপাড় হতে বলছে যেন ভালো থাকিস ওরে ।।