আয়রে আয় ঘুম আয়
আমার বাপির চোখে নেমে আয় ।।


ঘুমপরীগো দেবো তোরে
মুক্তো হীরের গয়না গড়ে ।
একটুখানি বসে যাবি দুষ্ট চোখের ছায় ।।


তুই যে মানিক সোনা ওরে
আলোর কণা অন্ধকারে ।
অনেক স্নেহের মনি আমার সকল সাধনায় ।।