আমরা দুই বেচারা আছি দিশাহারা
হাতে নিয়ে টাকা কড়ি, খুঁজে বেড়াই শশুর বাড়ি
পাত্রী হয়ে কেউ তো দেয় না ধরা ।।
ডাইনে বাঁয়ে কতো না যে মেয়ে দেখা যায়
জানি না তো তাদের বাবা পাত্র কোথায় পায়
ওরা শুধু প্রেমই করে, ভাওতা দিয়ে কেটে পরে
বিয়ে করে ঘরেরই বউ হতে চায়না যে তারা ।।
একবার বিয়ে করতে পারলে বোঝাবো যে মজা
কথায় কথায় দোষ ধরে দেবো শুধু সাজা
কাজের শেষে গেলে ঘরে, বউ যদি না সেবা করে
খরি দিয়ে লেং মেরে করে দেবো তারে খোঁড়া ।।
রাগ করে বউ যদি কভু বাপের বাড়ি যায়
একলা ঘরে থাকতে হবে তখন কি উপায়
দেখে যদি গয়না শাড়ি, আসবে ফিরে তারাতাড়ি
মেয়েরা কি মাটির হাঁড়ি ভাঙলে নেয় না জোড়া ।।