আমি তো বন্ধু মাতাল নই
মানুষ যদি মোরে নাই বলো
বেঈমান বলো বেঈমান ।
পারো তো বন্ধু বুকে আরো আগুন জ্বালো
আরো জ্বালো
বেঈমান বলো বেঈমান ।।


এই মনে মোর কবর দিয়েছি যত ছিল স্নেহ মায়া
এই আমি যে পুরানো আমি একটি মৃত ছায়া,
এই চোখে আজ অশ্রু দেখে তোমরা সবাই বলো ।
বেঈমান বলো বেঈমান বলো
বেঈমান বলো বেঈমান ।।


জীবন থেকে পালিয়ে বেড়াই তবু কেন মনে পড়ে
হারানো ব্যাথার স্মৃতিগুলো পিছু ডাকে বারে বারে
বেঁচে আছি তাই দেখে আজ তোমরা সবাই বলো ।
বেঈমান বলো বেঈমান বলো
বেঈমান বলো বেঈমান ।।