আমি) নিজের মনে নিজেই যেন
গোপনে ধরা পড়েছি
কোন খেয়ালে এই আমারে
হারিয়ে ফেলেছি ।।


চম্পা কলি দু'টি চোখে
ভাবের কাজল দেখেছি যে ।
তারই পথে আশার মুকুল
ছড়িয়ে দিয়েছি ।।


ঝর্না হাসির বাঁকে বাঁকে
কে যেন আমায় শুধু ডাকে ।
তারে আমি খুশির ছোঁয়ায়
জড়িয়ে নিয়েছি ।।