আমি কতদিন কতরাত ভেবেছি
ভেবেছি বলবো না তোমারে
একটি পুরোনো কথা নতুন করে ।।


যে কথা ভ্রমর বলে ফুলের কানে
যে দোলা জাগায় মেঘ নদীর প্রাণে
তাই কি শোনাতে এলে গানে গানে
না না না সে কথা হয়তো বলেছি
হয়নি বলা তবু তেমন করে ।।


হাজার বছর ধরে শিল্পী কবি
কত রঙে এঁকেছে তারই ছবি
বুঝাতে পারিনি তবু মনের সবই
না না না সে ভাষা হয়না বুঝাতে
মনের ভাষা মন বুঝতে পারে
চোখের পাতায় তার ছায়া পড়ে ।।