আমি ধন্য হয়েছি ওগো ধন্য
শুধু তোমার প্রেমেরই জন্য
তোমারই চরণে ওগো দিও মোরে ঠাঁই
যদিও আমি নগণ্য ।।
এই জীবনের সকল আশা
পূর্ণ করেছো তুমি
ভালোবাসায় শ্যামল করে
মনের মরুভূমি
সুখের স্বপনে দুখের এ জীবন
আজকে হলো যে অনন্য ।।
অনুরাগে বন্ধ হৃদয়ে
আলো জ্বেলেছো তুমি
দুঃসময়ের দারুণ রোদে
ছায়া ফেলেছো তুমি
ফুলে ফুলে আজ ভরে গিয়েছে
ঝরা ফুলেরই অরণ্য ।।