আমার এই মন আমি যারে দিতে চাই
সেতো কাছে ডাকে তবু দূরে থাকে
তারে আলোতে তারে ছায়াতে
যেন পেয়েও হারাই ।।


তারে ভেবে দৃষ্টির পাখি
মেলে রাখে অনিমেষ আঁখি
সেতো মরে লাজে, কিছু বলে নাযে
তারে ডানেতে তারে বামেতে
খুঁজে যে গো বেড়াই ।।


জানি না তো কখনো কি এসে
ধরা দেবে মানশীর বেশে
আহা সে যে কবে শুধু আমার হবে
কতো ফাগুনে কতো শ্রাবণে
তারই পথ চেয়ে যাই ।।