আজ আমার বাঁচতে যে সাধ হয়
আজ আমার মরণেও নেই ভয়
এই যে সুন্দর পৃথিবীকে
সুন্দরতর আজ মনে হয়
কেন মনে হয় ।।


অদেখার কুহেলী গেল সরে
অচেনার মাঝে আমি চিনেছি তোমারে
হৃদয়ের রঙ্গমে সাগরের সঙ্গমে
না বলা কিছু কথা বলতে যে সাধ হয় ।।


দুটি হাত বাড়ালে বন্ধু বলে
দুটি মন সাথী হলো মনেরই নিখিলে
জীবনের প্রান্তরে মোহময় অন্তরে
অজানার পথ বেয়ে চলতে যে সাধ হয় ।।