আইছে দামান সাহেব হইয়া
বইছে মুখে রুমাল দিয়া
ঘোমটা খোলার আগে তোমায়
করি গো সাবধান
চান্দের আলো দেইখা তুমি
হইয়ো না অজ্ঞান ।।


দামান মিয়া রাজার বেটা
চোনো আনছে আঠা আঠা
আলতার মধ্যে গঙ্গার পানি
পায়ে লাগে না
এতো সস্তায় আসমানীরে
পাওয়া যাবে না ।।


দামান মিয়া কিপ্টার বেটা
শাড়ি আনছে বহর খাটা
গয়না দিছে সদর ঘাটের
নকল সোনা
মনে করছে গরীব মানুষ
কিনতে পারবে না ।।


বেলি সাইকেল চাইছে মিয়া
দশ গ্যারামের ধনী হইয়া
তার বদলে দিতে আইছে
পিতলের বাটি
এমন দামানদের মুখে
দিলাম চুলকানি ।।