এই পথে পথে আমি একা চলি
ভাবি নাকি মরি বাঁচি
দেখে শুনে ক্ষেপে গেছি
যা-ই মুখে আসে তাই বলি ।।


মাল নিয়ে গোলমাল চিরকাল চলে
কেউ মুখে বলে না কেউ দেখে বলে
কেউ গোনে টাকা পাই
কেউ করে হাত সাফাই
আমি ভাই বেশ আছি
মাতালের মত শুধু টলি
আর যা-ই মুখে আসে তাই বলি ।।


প্রেয়সী প্রেমিক খুজে বোতলে মাতাল
লাইট পোষ্ট তুমি খোজ কারে
দিনের আলোয় যে অতি সাধু লোক
মুখোশ খোলে তার এই আঁধারে ।


মানুষের নামে যারা রাজপথে চলে
থ্রী কোর্ট অমানুষ তারাই তো বলে
আমি কিছু বলবো না, রাজপথে চলবো না
ওয়ান কোর্ট হয়ে তাই দিন রাত খুঁজি কানা গলি
আর যা-ই মুখে আসে তাই বলি ।।