এই জীবন আমি তো আর চাই না
এই জ্বালা প্রাণে সহে না
মরণ সাজা দাও আমাকে
কলংক আর ভাল লাগে না।।
খাঁচার মাঝে বন্দি হয়ে থাকতে হবে জানি
শুনবে না কেউ অভাগিনীর দুঃখের কাহিনী
বলবে না কেউ আর কেঁদো না
বুঝবে না কেউ এই বেদনা
কোন দেষেতে পেলাম আমি এতই বঞ্চনা।।
সবার মাঝে নাচতে হবে গাইতে হবে গান
বিনিময়ে পাব জানি শুধুই অপমান
আমায় নিয়ে সারাবেলা নিয়তির এই নিঠুর খেলা
এই জীবনে কভু কী আর শেষ হবে না।।