যদি হারিয়ে ফেলিস বন্ধু তুই আমার মনের ঠিকানা
যদি ভুলে যাস বন্ধু তুই আমার বাড়ির সীমানা।।


যদি আঁধার নেমে আসে, না হয় কখনো ভোর
তবুও ভালোবাসি ভালোবাসি আমি, এই ধূলো মাটি তোর।
তোর পথ চেয়ে চেয়ে বন্ধু আমি-  
তোর কথা ভেবে ভেবে বন্ধু আমি-  
রঙ্গে রঙ্গে রাঙ্গাই আমার মনের আঙ্গিনা।।  


বন্ধু তুই, আমার চিলেকোঠায় সাজানো গুলমোহর
বন্ধু আমি, আমার হৃদয় মণিকোঠায় সাজাই তোর বহর।  


ভুলেও কোনদিন ভুলি নাই বন্ধু তোকে
ছিলি, হৃদয় ফ্রেমে বাঁধা এই বুকে।
চল হাতে হাত রেখে যাই ঐ দূর বহুদূরে
বন্ধু, ও বন্ধু বল তোর ঠিকানা।।