তুই) পারবি কি আমার  এমন বন্ধু হতে
মেঘ পারে যেমন বৃষ্টি দিতে
তুই) পারবি কি আমার  এমন বন্ধু হতে
পাহাড় পারে যেমন ঝর্না দিতে
তুই কি বন্ধু হবি? বন্ধু হবি আমার সাথে।


তুই) পারবি কি আমার  এমন বন্ধু হতে
ভাঙ্গা তরী জাগিয়ে দিতে
তুই) পারবি কি আমার  এমন বন্ধু হতে
সুখে দুঃখে থাকবি সাথে
তুই কি বন্ধু হবি? বন্ধু হবি আমার সাথে।


চাঁদের মতো আলো দিবি আঁধার রাতে
মন খুলিয়ে বলবি কথা দিনে রাতে
হাসি কান্না মান অভিমান
তোর সাথেই হোক অভিযান।


তুই) পারবি কি আমার  এমন বন্ধু হতে
সাগর তলে ঝিনুক যেমন মুক্তা রাখে
তুই) পারবি কি আমার  এমন বন্ধু হতে
ভোরের ঘুম ভাঙ্গাবি শাঁখের ডাকে।
চল চল বন্ধু হই আজ তোর সাথে।