তোমায় খুঁজি জোছনা রাতে
অলস ঘুমের মাঝে
তোমায় খুঁজি হিম কুয়াশায়
সকাল বিকাল সাঁঝে।
তোমায় খুঁজি পাতায় পাতায়
শিউলিতলার ফুলে
তোমায় খুঁজি নীল সাগরের
ভরা গঙ্গার কূলে।
হৃদয় আমার জাগল উঠে
তোমার হৃদয় মাঝে।
তোমায় খুঁজি গোলাপ শাখায়
যদি কলি হয়ে ফুটে
তোমায় খুঁজি মেঘের রেখায়
বিজলী চমকে উটে।
নিজেকে হারাইয়া খুঁজি, আমি-
মেঘলা ঝড়ের কেশে
আগুন ভরা ফাগুন আমার
বরষে চোখের দেশে।
তোমার পরশ পেলে এ মন
মেঘগুলো যায় টুটে।
মাতাল হাওয়ায় ভেসে ভেসে
তোমায় খুঁজে বেড়াই
সন্ধ্যা নামের সাগর তীরে
তোমার ভেলা চড়াই।
তোমার হৃদয় আমার মাঝে
ফুটায় রঙিন ফুল
সেই আশাতেই স্বপ্ন দেখায়
হারিয়ে যাওয়া কূল।
এসো তুমি মুক্ত কেশে, ভোরের-
হিম কুয়াশার সাজে।