যতই বলি রুপের কথা হবে না তার শেষ
সবুজ শ্যামল ঘেরা আমার সোনার বাংলাদেশ
ও ভাই আমার সোনার বাংলাদেশ
কোথায় পাবে এই অপরূপ স্বপ্ন রঙিন শ্যামল পরিবেশ।
সুখ দুঃখে সবাই মিলে এক সাথে-ই আছি
জেলে, চাষি, কামার, তাঁতি একে অন্যের কাছা কাছি
ও ভাই অন্যের কাছা কাছি।
লাল সবুজের আঁচল পেতে বিলায় সুখাবেশ।
সবুজ শ্যামল এ দেশ আমার রক্ত দিয়ে কেনা
অকাতরে জীবন দিল লক্ষ মুক্তি সেনা
ও ভাই লক্ষ মুক্তি সেনা
কি করে আজ শোধ করিব মুক্তি সেনার দেনা।
এ দেশের কাঁদা-মাটি থাকুক সবার অন্তরে
লক্ষ সেনার জন্ম হোক প্রতি ঘরে ঘরে
ও ভাই প্রতি ঘরে ঘরে।
সবাই মিলে গড়ব মোরা
স্বপ্নে দেখা রূপের বাংলাদেশ।