ও তার পাগল করা গানের তানে আমার, নাচে রে মন তালে তালে
কোন পাখি যে গাইছে এ গান, ও সে বসে কোন গাছের ডালে।।
মন উড়ে যায়, মন উড়ে যায়!
মন উড়ে যায় ও তার বীণার তারের সুরে,
এমন করে সুর ধরিয়া রইলা কেনো দূরে।
ও তোর মধুর সুরে মন আমার যায় ছুটে যায় তোমার হৃদয় পালে।।
তোমার সুরের রাগে নতুন করে হৃদয় জাগে-
তোমার সুরের মাঝে আমায় তুমি রাখো!
আমায় সদা তোমার হৃদয় মাঝে ঢাকো।
চলে গেছো হায়, চলে গেছো হায়!
তোমার সুরের নেশায় মাতাল আজ হৃদয় খানি,
তোমার বীনার তারে বাজাও অন্য সুর বাণী।
যত দূরে রও এক বার গভীর স্বরে সুর ধরিও আমার মরণ কালে।