নীড় হারা পাখি খুঁজে ফিরি তীর
তীর ভাঙ্গা পাখি খুঁজে ফিরি নীড়
আমি তো পাখি নই, বার বার ভাঙ্গে কেন?
আমার হৃদয় মন্দির।।
ইট-পাথর ভেঙ্গে যদি হয়রে বাড়ি গড়া
আমার হৃদয় ভাঙ্গলে কেন লাগে না তা জোড়া?
কোন পাথরে আঘাত করে ভাঙ্গল আমার সুখের তীর?
এখন,চোখের কোনে বইছে কেবল দুঃখ জলের ভিড়।
পাখির মত ঘর বাঁধিতে পারতাম আমি যদি
ডালে ডালে ঘর বানাইতাম বসে নিরবধি।
আমার পাখির মত নেই-যে পাখা
কি করে করবো, দেখা উড়ে উরে?
আমার একটা শুধু হৃদয় আছে
ভাঙ্গিলে যায় না দেখা, শুধু প্রেম আগুনে পুড়ে।
আমি মনের খোঁজে বনে যেয়ে
হারাইলাম সুখের নীড়
এই অচিন পথে! কেমন করে পাব বলো-
নীড় হারা ঐ সুখের তীর।।
আমি যানি না এটি গান হয়েছে কিনা তবে চেষ্টা করেছি আলোচনা ভিবাগের ভিজ্ঞজনের লেখা দেখে "স্বরবৃত্ত" ছন্দে লিখতে তবে স্বরবৃত্ত ছন্দে পর্ব ভিবাজন এখনো নিজের আয়ত্তে নিতে পারিনি।
যদি স্বরবৃত্ত ছন্দে গান হয়ে থাকে তাহলে শ্রদ্ধেয় ভিজ্ঞ জনের কেউ পর্ব ভিবাজন ধরিয়ে দিলে কৃতজ্ঞতা থাকব।