খেলা ঘর ভাঙ্গবেই যদি
বাঁধাইলা কেন ঘর
আপন তুমি কেন করিলা
করবাই যদি পর।।
পরকে তুমি করো আপন
বিনে সুতার বাঁধনে
আপন তুমি পর করো যে
যতই থাকে বন্ধনে
কেমন খেলা খেলছো তুমি-
বসে শূন্যের উপর।।
জল ছাড়া ভাসাও না তরী
ওই জলের উপরে
তরী’র ভিতর জল ভরিলে
তরী জলে ডুবে পড়ে।
বাঁচার জন্য হাত পাতিয়া
খানা ভিক্ষা চায় কেহ
কেউবা আবার খানা দিয়ে
দয়া ভিক্ষা’য় হয় মোহ।
এই পৃথিবী গোলক ধাঁধাঁ
ছুটছি তাহার পিছে
শূন্যে উপর দাঁড়াই দেখি
সকল কিছুই মিছে।
অপূর্ব এই তোমার লীলা
বানাও আজব খেলা ঘর।।