ফুল ভরা কাঁটা শুধু বুক ভরা দুঃখ
মন ভরা ব্যথা শুধু নাহি আছে সুখ।।


কাঁটার আঘাত সইছি যেমন
মনের আঘাত সয় না তেমন
ব্যথায় ব্যথায় কাটছে যে দিন
ব্যথায় ব্যথায় বাড়ছে যে ঋণ।
ব্যথায় ভারি বুক।।


দুঃখের কাঁটায় করলে আঘাত
তোমার মনের মত
মারতে যদি বিষের ফোঁটায়
দুঃখ কি পেতাম এতো?


ভাঙলে হৃদয়, ভাঙলে  বাঁধন
পূর্ণ করলে মনের সাধন
আঘাতের পর আঘাত করে-
ভাঙলে আমার বুক।।