আজ নিশিতে/ যাব আমি/ আমার আপন/ ঠিকানায়
আতর গোলাপ/চন্দন মেখে/সোয়াইয়া /দে বিছানায়
আমি যেদিন/ এসেছিলাম/কান্না করে / তোমার বুকে
শত ব্যাথা /পেয়েও তুমি/হেসেছিলে /মনের সুখে।।
আজকে তুমি/ কান্না কর/ আমার বিদায় /বেলাতে
কোন আঘাতে/ ঝরছে পানি/তোমার চোখে/ দিন রাতে?
আজ বাদে কাল/থাকব সবাই/একসাথে
তবে তুমি/কান্না কর/কোন দুঃখে।।
যাচ্ছি চলে /অনেক দূরে/আর ফিরব না/ কোন দিন
সবাই আমায় /কইরো ক্ষমা/থাকে যদি/ কোন ঋণ।
শেষ দেখাটা/ দেখে আমায় /দাও বিদায় / তাড়াতাড়ি
পরের ঘরে/ আর থাকব না/ যাই চলে /আপন বাড়ি।
আতর গোলাপ/চন্দন মেখে/ রেখে আয়/ মাটির বুকে।।
পূর্ণ মাত্রা ৪ /অপূর্ণ মাত্রা ২/৩