ভাসিয়ে দাও
অথৈ প্রাণের জোয়ারে আজ
সাজিয়ে দাও
ঘুমিয়ে থাকা প্রাণের মাঝে
ছড়িয়ে দাওওওও
ভাসিয়ে দাও.......


বদ্ধ দুয়ার খুলুক যত
উঠুক জ্বলে আলোক শত (২)
প্রাণের মাঝে প্রাণের ধারা
বইয়ে দাওওওওও
ভাসিয়ে দাও


হৃদয় সকল মান করেছে
ভান করেছে নীরব থাকার (২)
মনের মাঝে প্রেমের বরষ
ছড়িয়ে দাওওওওও
ভাসিয়ে দাও.....


শ্রাবণ ধারায় আগল টুটে
ভাসিয়ে দাও
অথৈ প্রাণের জোয়ার আজ
সাজিয়ে দাও..
ভাসিয়ে দাও